Breaking
1 Nov 2024, Fri

করোনা অতিমারিতে স্কুল বন্ধ,তাই ফ্রী কোচিং এর মাধ্যমে পড়ুয়াদের শিক্ষাদান

জেএনএফ ওয়েব ডেস্ক:- করোনা অতিমারির জন্য দীর্ঘ প্রায় দুই বছর ধরে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শুন্য। বিভিন্ন কাজে জন্য বিদ্যালয়ে প্রায় আসতে হয় শিক্ষক শিক্ষিকাদের। বিদ্যালয়গুলোর বিভিন্ন আবেদন পত্র পূরণ ও জমা, মিড ডে মিলের সামগ্রী বিতরণ, কন্যাশ্রী সহ বিভিন্ন কাজে অভিভাবকরা বিদ্যালয়গুলোতে আসতো। সেক্ষেত্রে বিদ্যালয়ের পড়ুয়ারা শ্রেণী কক্ষের পঠন পাঠন থেকে বঞ্চিত রয়ে গেছে। সেই সমস্ত পড়ুয়াদের কথা চিন্তা করে, তাদের পড়াশুনায় যেন কোনো রকম ঘাটতি না ঘটে সে দিক বিবেচনা করে পড়ুয়াদের এলাকা ভিত্তিক ছোটো ছোটো গ্রুপ করে ফ্রী কোচিংয়ের ব্যবস্থা করেছে ফালাকাটা ব্লকের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সহযোগিতায় এলাকায় প্রায় ১৯ টি ফ্রী কোচিং সেন্টার খুলে তাদের শিক্ষা দান করে চলেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রক্তান ছাত্র ছাত্রীরা। জানা গিয়েছে, করোনা সংক্রমণের হার কিছুটা কমায় বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘ তিন চার মাস ধরে এলাকায় প্রতিদিন নির্ধারিত সময়ে রুটিন মাফিক ওই কোচিং সেন্টার গুলোতে যাচ্ছেন। জানা গিয়েছে, ওই ১৯ টি ফ্রী কোচিং সেন্টারে প্রায় ২০ থেকে ২৫ জন প্রাক্তন পড়ুয়ারা সমস্ত বিষয়ে পড়াচ্ছেন বলে বিদ্যালয় সূত্রে জানা যায়। ছোটো ছোটো ভাগে সমস্ত করোনা বিধি মেনে এই সেন্টার গুলো চালানো হচ্ছে বলেও জানা যায়। পড়ুয়াদের কথা চিন্তা করে বিদ্যালয় কতৃপক্ষের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পড়ুয়া দের অভিভাবক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

Developed by