Breaking
25 Dec 2024, Wed

কৃষি আইন বাতিল এবং কৃষক হত্যার প্রতিবাদে পথে নামল এসইউসিআই

জেএনএফ ওয়েব ডেস্ক :- নদীয়ার কৃষ্ণনগরে কৃষি আইন ও কৃষক হত্যার প্রতিবাদে পথে নামলো এসইউসিআই । একদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে একটি রালী করেন এবং কৃষ্ণনগর পৌরসভার মরে পথ অবরোধ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টার পোড়ানো হয় । এইদিন এসইউসিআই নদীয়া জেলা কমিটির পক্ষ থেকেই অঞ্জন মুখার্জি বলেন গাড়ির চাকায় পিষ্ট করে যে কৃষকদের হত্যা করা হয়েছে অবিলম্বে সেই ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে । অবিলম্বে কৃষকদের যে যে দাবি রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে । আর যতদিন না তাদের দাবি মানা হবে ততদিন আন্দোলন চলবে ।

Developed by