জেএনএফ ওয়েব ডেস্ক: যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ী ও স্থানীয় উপসাস্থ্য কেন্দ্রে সকলকে ভ্যাকসিন প্রদানের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পুরুলিয়া ২ নম্বর ব্লকের গেঙ্গাড়া গ্রামের মহিলাদের । এদিন পুরুলিয়া-বাঁকুড়া ৬০(এ) জাতীয় সড়ক অবরোধ করেন তারা। অভিযোগ, গেঙ্গাড়া গ্রামে আবাস যোজনার আওতায় মাত্র ২৫ টি পরিবার বাড়ি পেয়েছে। গ্রামের প্রায় ১৫০০ মানুষের বসবাস । পেশায় দিন মজুর দিন আনা দিন খাওয়া পরিবারের সংখ্যা বেশি । বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে অতি বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙ্গে গিয়েছে । সমস্যায় পড়তে হয় গ্রামের বাসিন্দাদের । এ বিষয়ে পঞ্চায়েত থেকে ব্লকে স্তরে বার বার আবেদন জানিয়েও কোন সুরাহা না হওয়ায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের প্রমিলা বাহিনী। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে চলে এই অবরোধ বিক্ষোভ । এর জেরে গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন চলচল থমকে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। পুরুলিয়া ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অবরোধকারী মহিলাদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।