Breaking
1 Nov 2024, Fri

লখিমপুরে কৃষকের নৃশংস হত্যা কাণ্ডের প্রতিবাদে কোচবিহারে ধিক্কার মিছিল এসইউসিআই-এর

জেএনএফ ওয়েব ডেস্ক :- গতকাল উত্তরপ্রদেশের লখিমপুরে বিজেপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র অজিত মিশ্রের গুলি ও গাড়ী চালিয়ে শান্তিপূর্ণ কৃষক মিছিলে নৃশংস ভাবে ৬ কৃষককে হত্যা করে। এই নৃশংস হত্যা কাণ্ডের প্রতিবাদে এসইউসিআই-এর পক্ষ থেকেও ধিক্কার মিছিল হয়।
এই মিছিল ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়ে কাচারী মোড়, হরিশপাল চৌপথি, ভবানীগঞ্জ বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমন করে জেলা এসইউসিআই অফিসে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্ব দেন জেলা এসইউসিআই সম্পাদকমন্ডলীর সদস্য নেপাল মিত্র।
এদিন কোচবিহার জেলা এসইউসিআই সম্পাদকমন্ডলীর সদস্য নেপাল মিত্র বলেন, “গতকালের শান্তিপূর্ণ কৃষক মিছিলে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্রের গাড়ী চালিয়ে কৃষক হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা জানাই। বিজেপি কর্তৃক এই কৃষক হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা এর আগেও দেখেছি, দিল্লীতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনেও একই কায়দায় বিজেপির গুন্ডাবাহিনী ছাত্রছাত্রীদের উপর গুলি চালায়। আমরা শুভবুদ্ধিসম্পন্ন,বিবেকবান গণতন্ত্রপ্রিয় সকল মানুষের কাছে আবেদন করছি, বিজেপি সরকারের এই কৃষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সামিল হোন।”

Developed by