Breaking
26 Dec 2024, Thu

দিনহাটা উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে নাম ঘোষণা আব্দুর রউফ

জেএনএফ ওয়েব ডেস্ক :- আগামী ৩০ অক্টোবর দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বাছাই শুরু করেদিয়েছিল সকল মহল। সেই মতো গতকাল রাতে দিনহাটা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম ঘোষণা করে বাম নেতৃত্ব। আর তার নাম ঘোষণার পড়েই সোশ্যাল মিডিয়ার তাঁকে নিয়ে প্রচার করতে দেখা গেলো তার কর্মী সমর্থকদের। দিনহাটা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়েছে আব্দুর রউফ। এর আগে ২১ এর বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক থেকে তাকেই প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেখানে তিনি তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামানিকের পাওয়া ভোটের তুলনায় প্রায় অনেক পিছিয়ে ছিলেন। কিন্তু তার পরেও তাঁকে আবারও দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হল।
আর প্রার্থী হওয়ার পর আব্দুর রউফ ভিডিও বার্তায় বলেন, “গতকাল রাতে তার কাছে খবর আসে যে তাঁকে দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। এই উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণের প্রতিনিধি হিসেবে বিধানসভায় গিয়ে কৃষক, শ্রমিক, ছাত্র-যুবকদের অধিকার এবং এলাকার উন্নয়নের অধিকার আদায়ের লড়াই করব।”
তিনি আরও বলেন, “গত বিধানসভা নির্বাচনে মানুষ যে ভুল করেছে তা শোধরাতে হবে, এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে মিলে এগিয়ে আস্তে হবে।
উল্লেখ্য, গতকাল বিপুল ভোটে জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী হিসেবে উদয়ন গুহর নাম ঘোষণা করেন। এর পড়েই গতকাল রাতে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকেও এই প্রার্থী ঘোষণা করাহয়। এখন দেখার বিজেপি কবে তাদের পক্ষ থেকে দিনহাটা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে।

Developed by