Breaking
25 Dec 2024, Wed

জলপাইগুড়ি জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন

জেএনএফ ওয়েব ডেস্ক:-জলপাইগুড়ি জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী পালন করা হল শনিবার। এদিন জলপাইগুড়ি জেলা আদালত থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গান্ধী মূর্তি পাদদেশে পর্যন্ত হয় করা হয়। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন জেলা দায়রা এবং ফৌজদারি আদালতের মাননীয় বিচারকেরা বলে জানান আইনজীবী সোমনাথ পাল। পাশাপাশি এদিন ডিএলএস এর সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত হয়ে যথাযোগ্য সম্মানের সাথে দিনটি পালন করেন ও গান্ধী মূর্তিকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

Developed by