Breaking
24 Dec 2024, Tue

মহাত্মা গান্ধির ১৫২তম জন্মদিন শনিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল জলপাইগুড়িতে যুব কংগ্রেসের

জেএনএফ ওয়েব ডেস্ক :-মহাত্মা গান্ধির ১৫২তম জন্মদিন শনিবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হল জলপাইগুড়িতে যুব কংগ্রেসের পক্ষ থেকে । এদিন শহরের গান্ধিমোড় এলাকায় গান্ধিমূর্তিতে মাল‍্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন এআইসিসির সদস্য নির্মল ঘোষ দস্তিদার, জেলা যুব কংগ্রেস সভাপতি ভোলা রাউত, সম্পাদক শুভঙ্কর ঘোষ, বিমল পাল চৌধুরী, দেবাশিস লাহিড়ী, নারায়ন সরকার সহ অন্যান্যরা।

Developed by