Breaking
23 Dec 2024, Mon

দশ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে

দশ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ বছর চল্লিশের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় পুলিশ কোন ব্যবস্থা না নেওয়াই জেলা পুলিশ সুপারের দ্বারস্থ শিশু কন্যার পরিবার। পরিবারের অভিযোগ, গত মাসের 25 তারিখ শনিবার নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার চৌগাছা নতুন পাড়া এলাকার বাসিন্দা জয়দেব রায়ের 10 বছরের শিশু কন্যা এলাকারই একটি কলাবাগান লাগোয়া বিলের ধারে খেলা করছিল। তখনই ওই এলাকারই বছর চল্লিশের এক ব্যক্তি সিবা সরকার তার শিশু কন্যাকে জোরপূর্বক জড়িয়ে ধরে কলাবাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার শিশু কন্যা যেতে না চাইলে হাত ধরে টানতে থাকে এবং শিশু কন্যার যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। ওই শিশুকন্যা নিজেকে বাঁচাতে বিলের জলে ঝাঁপ দেয় এছাড়াও বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা জানায় বাবা জয়দেব রায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল শিশুকন্যার পরিবার। কিন্তু পুলিশ সম্পন্ন নির্বিকার, পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ শিশুকন্যার পরিবারের। ধৈর্যচ্যুত হয়ে এদিন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ শিশুকন্যার পরিবার। শিশু কন্যার মা লতিকা দেবীর দাবি, অভিযুক্ত এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না সেই কারণেই অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে একটি লিখিত জমা দিয়। যদিও স্থানীয় পুলিশ প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিলেন শিশুকন্যার পরিবার, এত বড় অন্যায় করার পরেও অভিযুক্ত কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয় পুলিশ সুপার তাদের আশ্বাস দেন অভিযুক্তকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।

Developed by