Breaking
23 Dec 2024, Mon

উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রি না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয় ,এআইসিসির সদস্য প্রদীপ ভট্টাচার্যএআইসিসির সদস্য প্রদীপ ভট্টাচার্য

উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রি না হলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সমানভাবে দায়ী বলে অভিযোগ করেন রাজ‍্য সভার সাংসদ তথা এআইসিসির সদস্য প্রদীপ ভট্টাচার্য। শুক্রবার জলপাইগুড়ি জেলা পার্টি অফিস রাজিব ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই জানান প্রদীপ বাবু। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছেন তিনি। উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতি হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি রাজ্য ভাগ নিয়ে বিজেপির সমালোচনা করেন তিনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। উত্তরবঙ্গের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ করেন শংকর বাবু।

Developed by