Breaking
23 Dec 2024, Mon

আন্তর্জাতিক প্রবীন দিবস পালন

জেএনএফ ওয়েব ডেস্ক :-১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবস। ১৯৯০ সালে এই দিনটিকে জাতিসংঘ (UNO) International Day of Older Persons হিসাবে মান‍্যতা দিয়েছিল। তারপর ১৯৯১ সাল থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় সাথে পালিত হয়ে আসছে। শুক্রবার জলপাইগুড়ি বড়ো পোস্ট অফিস প্রাঙ্গণে বিভিন্ন দাবীকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীন দিবস এবং আন্তর্জাতিক পেনশনার্স দিবস পালন করলো কেন্দ্রীয় সরকারী পেনশনার্স আ্যসোসিয়েশন ও সারাভারত বিএসএনএল, ডট পেনশনার্স আ্যসোসিয়েশনের জলপাইগুড়ি জেলাশাখা। সকল অবসর প্রাপ্তদের সরকারী স্বাস্থ্যস্কীমের আওতায় নিয়ে আসার, রাষ্ট্রীয় ক্ষেত্রের বেসরকারীকরণ নীতি বাতিল, দেশের জাতীয় সম্পত্তির সামগ্রিক বি- রাষ্ট্রীয়করণ নীতি বাতিল এবং জনবিরোধী অর্থনীতি প্রত‍্যাহারের দাবী করা হয় আ্যসোসিয়েশনের পক্ষ থেকে। নেতৃত্বরা আরও বলেন,, পেনশন ব‍্যবস্থা সংস্কারের নাম করে পুরো পেনশন ব‍্যবস্থাটাকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এই সরকারের আমলে। আমরা সংগঠনের পক্ষ থেকে দাবী রাখছি সমাজের সকল অংশের মানুষের কর্মজীবনের শেষে পেনশন ব‍্যবস্থা নিশ্চিত করার। এদিনের সভায় বক্তব্য রাখেন সিজিপিএ-র পক্ষে প্রনব ভট্টাচার্য্য, রাজ‍্য কমিটির সদস্য উত্তম সরকার, রাজ‍্য সরকারি পেনশনার্স সমিতির পক্ষে কাজল রায় চৌধুরীর, বি,এস,এন,এল পেনশনার্স সমিতির পক্ষে প্রবীর ঘোষ সহ অন্যান্যরা।

Developed by