হাসপাতালের খবর করতে গিয়ে এবার নিগৃহীত হলেন জলপাইগুড়ির সাংবাদিক। শুক্রবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। জানা গেছে, এদিন চর্ম রোগের বহির্বিভাগের কর্তব্যরত ডাক্তার রোগীদের বসিয়ে রেখে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর সাথে কথা বলছিলেন বলে অভিযোগ। এদিন ওই সাংবাদিক বিষয়টি জানার চেষ্টা করলে ডাক্তার শুভম চ্যাটার্জী ও এক সিকিউরিটি গার্ড ওই সাংবাদিককে নিগৃহীত করেন বলে অভিযোগ। তার হাতের অনেকটা অংশ কেটে গিয়েছে। তার মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার শুভম চ্যাটার্জি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করতে করতে চান নি। এ বিষয়ে হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর বলেন, যারা সাংবাদিক নিগ্রহ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বিষয়টি আইনিভাবেও দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।