“চলুন আওয়াজ তুলি, প্রতিবাদে সরব হই” স্লোগানে অবস্থান-বিক্ষোভ জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের। শুক্রবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে পুরসভার বিভিন্ন কাজের অভিযোগ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস নেতৃত্বরা। শহরের বেহাল নাগরিক পরিষেবার , প্রতিশ্রুতি ভঙ্গ, ভ্যাকসিন নিয়ে দলবাজি, উন্নয়নে বৈষম্যের অভিযোগ জানিয়ে অবস্থান-বিক্ষোভ করেন তারা। পাশাপাশি সার্বিক উন্নয়ন ও উন্নততর নাগরিক পরিষেবা দাবিতে এই অবস্থান-বিক্ষোভ চলে কংগ্রেসের। পুরসভার স্বজনপোষণ নীতি, দুর্নীতি, সিন্ডিকেটরাজ সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেন শহর ব্লক কংগ্রেসের সভাপতি অম্লান মুন্সি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, নির্মল ঘোষ দস্তিদার, চন্দন ঘোষ সহ অন্যান্যরা।