Breaking
23 Dec 2024, Mon

কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট

জেএনএফ ওয়েব ডেস্ক :-কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় একটি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট হল। খেলাটি অনুষ্ঠিত হয় কোচবিহার ২ নং ব্লক দক্ষিণ আমবাড়ি জুনিয়ার হাইস্কুলের মাঠে।
এদিন ওই খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, জেলা তৃণমূল যুব সভাপতি কমলেশ আধিকারি, আব্দুল জলিল আহমেদ, সহ ক্লাব সদস্য এবং স্থানীয় মানুষেরা।
জানা যায়, কোচবিহার ২ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রচালনায় এই ফুটবল টুর্নামেন্ট। এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করবেন। যার মধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ছাড়াও দূর- দূরান্ত থেকেও দল অংশগ্রহণ করবে।
এদিন ক্লাব সদস্য উজ্জ্যল রায় জানান, প্রতিবারের ন্যয় এবছরও এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এরআগেও এই ফুটবল টুর্নামেন্ট হয়েছে কিন্তু এই বারই এই টুর্নামেন্ট এত বড় করে করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই খেলায় মোট ১৬ টি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ছাড়াও আরও অনেক দল রয়েছে এখানে। তিনি আরও বলেন, প্রতিটি খেলায় ম্যান অফ দা ম্যাচ কে পুরস্কার দেওয়া হবে, বেস্ট খেলয়ার অফ দা টুর্নামেন্ট তাকেও পুরস্কার দেওয়া হবে।

Developed by