Breaking
23 Dec 2024, Mon

করোনার ভ্যাকসিন নিয়ে সভা অনুষ্ঠিত মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও অফিসে

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা চলছে, সামনে দুর্গা পুজো, তার আগে বহুবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য প্রয়াস চালিয়ে গেছেন মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্ভাল ঝা। করোনা ভ্যাকসিন নিয়ে আজকের মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে সভা করলেন তিনি।

এই সভায় উপস্থিত ছিলেন, পচাগর গ্রাম পঞ্চায়েতের সদস্যগণ পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মচারীরা। সভায় মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্ভাল ঝা, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা বর্মন, মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুব্রত সরকার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, কয়েকদিন আগে করোনা ভ্যাকসিন নিয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতে একটি গণ্ডগোল হয়েছিল। তারপরেই নড়েচড়ে বসে ব্লক প্রশাসন।

এদিন বিডিও সম্ভাল ঝা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই মুহূর্তে করোনা চলছে। করোনার সময় যাতে মাস্ক সবাই ব্যবহার করে তার জন্য সকলকে সচেতন হওয়ার জন্য আবেদন করেছি।

পাশাপাশি পুজোর আগে এবং পরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কিভাবে করোনা ভ্যাকসিন এনে সাধারণ মানুষকে দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েত সদস্যদের এবং কর্মচারীদের নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান বি ডিও।

Developed by