Breaking
23 Dec 2024, Mon

ইসলামপুর কে আলাদা জেলা করার দাবি সহ চার দফা দাবিতে আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন কমিটির তরফ থেকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটিশেন প্রদান

ইসলামপুর কে আলাদা জেলা করার দাবি সহ চার দফা দাবিতে আদিবাসী জমি রক্ষা কমিটি ও ট্রান্সফার এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশন কমিটির তরফ থেকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটিসেন প্রদান করা হয়। এদিন দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের সামনে এসে সমাপ্ত করা হয়। মিছিলে অংশ নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরা। সংগঠনের নেতা পাসারুল আলমের অভিযোগ রাজ্য সরকারের গাফিলতির কারণেই ইসলামপুর কে আলাদা জেলা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এবং যতদিন না ইসলামপুর কে আলাদা জেলা করা হচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

Developed by