Breaking
23 Dec 2024, Mon

জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে !

জেএনএফ ওয়েব ডেস্ক :- ঃ- প্রতিদিন জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে।  জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেশিরভাগ শিশু ভর্তি হচ্ছে বলে দাবি জেলা হাসপাতালের।  বৃহস্পতিবার মোট ১৩১জন শিশু ভর্তি  রয়েছে হাসপাতালের শিশু বিভাগে। শিশুদের চিকিৎসা জোরদার করতে ও পিকু (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) পরিকাঠামো তৈরি বলে দাবি। এদিন শিশুদের চিকিৎসা কেমন চলছে তা খতিয়ে দেখলেন
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার গয়ারাম নষ্কর এছাড়া স্বাস্থ্য আধিকারিকরা। শিশুদের পরিজনদের সঙ্গে কথা বললেন তারা। চেয়ারম্যান বলেন,”আগের থেকে শিশুদের শারীরিক অবস্থা অনেকটাই ভাল আছে। নতুন করে ২৪ ঘণ্টায় ১৯জন শিশু ভর্তি হয়েছে। ৮ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় ৪জন শিশুকে।” অন্যদিকে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীরা কেমন আছেন তা খোঁজ করতে হাসপাতাল পরিদর্শন করলেন চেয়ারম্যান।

Developed by