জেএনএফ ওয়েব ডেস্ক :-লোকসানের অছিলায় পুজোর আগে বটলিফ ফ্যাক্টরি(চা তৈরির কারখানা) গুলো একটা অচলাবস্থা তৈরি করেছে। বন্ধ হয়ে রয়েছে কারখানাগুলো।
যার জন্য বিপাকে পড়েছেন চা শিল্পের সঙ্গে যুক্ত চা শ্রমিকরা। তাই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ চা শিল্পের সঙ্গে জড়িতরা। মঙ্গলবার তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে তপন দে জানান, আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছি এসডিও এবং জয়েন্ট লেবার কমিশনারের কাছে। আমরা জানিয়েছি বটলিফ ফ্যাক্টরি গুলোর হঠকারী সিদ্ধান্ত কারখানার শ্রমিক থেকে শুরু করে বাগানে কর্মরত শ্রমিকরা প্রভাবিত হচ্ছে। পুজোর আগে ছোটবাগানগুলো ক্ষতিগ্রস্ত হবে হবে বলে তিনি জানান।