Breaking
23 Dec 2024, Mon

দুয়ারে সরকার কর্মসূচী

জেএনএফ ওয়েব ডেস্ক:-দ্বিতীয় দফায় দুয়ারে সরকারের সাফল্যের ফল এবার হাতে হাতে পেলেন গ্রামবাসীরা। অসংখ্য মানুষ এবার উদ্দীপনার সাথে দুয়ারে সরকারের ক্যাম্পে লাইন দিয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। এবার তার সুফল পেতে শুরু করেছেন তারা। জলপাইগুড়িতে এক মাসেরও বেশি সময় হয়নি দ্বিতীয় দফায় দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হয়েছে। সদর ব্লকের মন্ডলঘাট এলাকার ক্ষেত্রমোহন হাইস্কুলে দুয়ারে  সরকারের ক্যাম্প বসেছিল। জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে কৃষকদের হাতে জমির খতিয়ান তুলে দেওয়া হয়। যে সকল কৃষকরা দুয়ারে সরকারের মাধ্যমে খতিয়ানের জন্য আবেদন করেছিলেন তাদের অতি দ্রুত মিউটেশন বা সংশোধনের কাজ সম্পন্ন করে তাদের হাতে খতিয়ান মঙ্গলবার এই এলাকায় একটি ক্যাম্প করে তুলে দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যেই জমির মিউটেশনের কাগজ হাতে পেয়ে কৃষকরা খুবই উল্লাসিত ও আনন্দিত। এদিন ২৭ জনের হাতে খতিয়ান তুলে দেওয়া হয়।

Developed by