Breaking
23 Dec 2024, Mon

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শহরের পথকুকুরদের ভ‍্যাকসিন কর্মসূচীর উদ্যোগজলপাইগুড়ি অ্যানিমেল হেলপ লাইনের সদস্যদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- মঙ্গলবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শহরের পথকুকুরদের ভ‍্যাকসিন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল জলপাইগুড়ি অ্যানিমেল হেলপ লাইন । এদিনের শহরের  বাবুপাড়া এলাকা থেকে এই কর্মসূচী শুরু হয়। উপস্থিত ছিলেন সভাপতি কৃষ্ণায়ণ দাসগুপ্ত , শ্রুতি দাসগুপ্ত , নীলাঙ্ক গোস্বামী, দেবাশিস মন্ডল সহ অন্যান্যরা। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ভ‍্যাকসিনের এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানিয়েছেন।

Developed by