Breaking
13 Jan 2025, Mon

কোচবিহার জেলার বক্সীরহাটে পাচারের আগেই উদ্ধার ৪৮টি মহিষ সহ আটক ৬

জেএনএফ ওয়েব ডেস্ক :- পরপর সাফল্য বক্সীরহাট পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে দুটি লরি সহ ৪৮টি মহিষ উদ্ধার করলো বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ। মহিষ পাচারের অভিযোগে চালক ও খালাসী সহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লরিতে থাকা আরো বাকি ৬ জন জনকে স্থানীয় একটি খোঁয়াড়ে মহিষগুলি দেখা শোনার জন্য রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে কোচবিহার জেলার আসাম- বাংলা সীমানায় নাজিরান দেওতিখাতা ৩১ নং জাতীয় সড়কের উপর।
জানা যায়, মহিষগুলি দুইটি ১৬ চাকা লরিতে করে বিহার থেকে অসমের বঙ্গাইগাও জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে অসম রাজ্যে পাচারের আগেই দুটি ট্রাকে মহিষ সহ্ মোট ১২ জন কে আটক করা হয়েছে, প্রত্যেকের বাড়ি বিহার রাজ্যে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। মহিষ গুলি রামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সিংগীমারী এলাকায় একটি খোঁয়াড়ে রাখা হয়েছে। পাচারের সন্দেহে ধৃত্ ওই ছয় ব্যক্তি কে কে সোমবার তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হবে। এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।

Developed by