Breaking
23 Dec 2024, Mon

ভ্যাকসিনের স্লিপ প্রদানকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার মাথাভাঙ্গার পচাগর গ্রাম পঞ্চায়েত

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভ্যাকসিনের স্লিপ প্রদানকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমারকান্ড পচাগর গ্রাম পঞ্চায়েতে। এদিন পচাগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার স্লিপ ইস্যু করা হয় প্রধান এর তরফে। সেই সময় আচমকাই তৃণমূলের পচাগড় গ্রাম পঞ্চায়েত প্রধান উদয় সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পচাগড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাখ্যা বর্মন এমনটাই অভিযোগ।
উল্লেখ্য, পৌরসভা এলাকায় পৌরসভার তরফে করোনা ভ্যাকসিন দেওয়ার স্লিপ এবং করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক এবং মহকুমা প্রশাসনের তরফে শুরু হয়েছে ভ্যাকসিনের স্লিপ প্রদানের কাজ। আর সেই সময় কামাখ্যা বর্মন এসে ভ্যাকসিনের স্লিপ জোরজবস্তি চাইতে থাকেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই সময় পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয় সরকার উপ-প্রধানের ঘরে গেলে কামাখ্যা বর্মন উপপ্রধান এর ঘরে থাকা টেবিলের কাচ ভেঙে দিয়ে সেই কাঁচের টুকরো দিয়ে প্রধানকে প্রাণে মারার চেষ্টা করেন বলেও অভিযোগ। এ বিষয়ে তিনি মাথাভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কামাখা বর্মনের বিরুদ্ধে।
যদিও কামাখ্যা বর্মন এর উপর উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুব নেতা কামাখ্যা বর্মন। তিনি বলেন, আমার উপরে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাইশগুড়ি হাইস্কুলে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল সেই সময় এলাকার কিছু মহিলা প্রধানের কাছে করোনা ভ্যাকসিনের স্লিপ চাইতে গেলে প্রধান সেই মহিলাদের সাথে খারাপ ব্যবহার করে এবং প্রধানের পরিচিতদের প্রধান আটটা দশটা কুড়িটা ঘরে ভ্যাকসিনের স্লিপ দিচ্ছেন। যুবর দায়িত্বে থাকার সুবাদে কামাক্ষা বর্মনের কাছে ফোন করেন সাধারন মানুষ। তিনি তাদের আশ্বস্ত করেন তারা স্লিপ পাবেন। তবে প্রধানের ঘরে থাকা টেবিলের কাচ আগে থেকেই ভাঙ্গা ছিল বলেও দাবি কামাখ্যা বর্মনের।
প্রধান যুবর অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা নিয়ে কামাখ্যা বর্মন বলেন, প্রধান দল বিরোধী কাজ করার জন্যই এসব করছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের সূচনা করেছেন বলেও দাবি কামাক্ষা বর্মনের।
পচাগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে কি ঘটনা ঘটেছে তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। এই ঘটনার পর ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ।

Developed by