Breaking
23 Dec 2024, Mon

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ৭ইঅক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষজুড়ে সেবা সমর্পণ কর্মসূচি পালন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ই সেপ্টেম্বর থেকে ৭ইঅক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষজুড়ে সেবা সমর্পণ কর্মসূচি পালন করছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে রবিবার রানাঘাটে স্বচ্ছ ভারত অভিযানে নামলো বিজেপি যুব মোর্চা। এদিন রানাঘাট সুভাষ এভিনিউতে স্বচ্ছ ভারত মিশন বাস্তবায়িত করতে হাতে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করলো বিজেপি সদস্য সমর্থকরা। নেতাজী মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়। নেতাজী মূর্তির পাদদেশ থেকে বিজেপির এই কর্মসূচী শুরু হয়ে চলে রানাঘাট জি আর পি মোড় পর্যন্ত। একই সঙ্গে এদিন আগামীকালের ভারত বনধ এর বিরোধিতা করা হয় বিজেপির পক্ষ থেকে। এ বিষয়ে রানাঘাট শহর বিজেপির সভাপতি মৃত্যুঞ্জয় প্রামানিক আমাদের জানান।

Developed by