জেএনএফ ওয়েব ডেস্ক : অনাহারে অর্ধাহারে কোলের শিশুকে নিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার দিন কাটছিল পথের ধারে। প্রত্যন্ত এলাকার মানুষের উদ্যোগে খাদ্য ও সহচর্য পেল ওই মহিলা। পাশাপাশি স্থানীয় মানুষের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন মহিলা ফিরে পেলো তার বাড়ির লোকদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হরসুরা গ্রাম পঞ্চায়েতের ডিএনটি মোরে। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার কেশরাইলের মানসিক ভারসাম্যহীন বছর তিরিশের বাসিন্দা আমিনা বিবি তার কোলের শিশু সন্তানকে নিয়ে কোনভাবে দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর এলাকার ডিএনটিমোড়ে এসে পৌঁছায়।সেখানেই বিগত তিনদিন ধরে সে অসহায় অবস্থায় একটি শনি মন্দিরে দিন কাটাচ্ছিল। ঘটনাটিকে পরে স্থানীয় বাসিন্দাদের। এরপর থেকে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে আগলে রেখেছিল। তিন দিন তাকে পরিচর্যা করার পরওই মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্যএলাকার মানুষ যোগাযোগ করে রামপুর ফাঁড়ির পুলিশ এর সাথে এরপর পুলিশের উদ্যোগে ওই মহিলাকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানবিকতা যখন এক প্রকার মানুষের মন থেকে উধাও হতে বসেছে ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার মানুষ গুলোর এই উদ্যোগ মানবিকতার উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে থাকবে।