জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজ থেকে উদ্ধার তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ দেওয়া যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম অশোক পন্ডিত(৩১)। সে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে বিকেলে স্থানীয়রা প্রথম ওই যুবকের মৃতদেহ জলে ভেসে থাকতে দেখতে পান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। প্রসঙ্গত গত সোমবার ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে ঝাঁপ দেয় ওই যুবক। এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলায় দল কিন্তু খুঁজে পায়নি। অবশেষে এদিন ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।