শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল সবার সাথে সবার পাশে ওয়েলফেয়ার সোসাইটি। এই খেলায় অংশগ্রহণ করে ১৬টি দল। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সদস্য আইনুল হক,চটহাট অঞ্চলের প্রাক্তন প্রধান সুমন টোপ,ফাঁসিদেওয়া ব্লকের বিশিষ্ট সমাজসেবী চন্দন কুমার রায়,সবার সাথে সবার পাশে ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি আকতার আলি সহ সোসাইটির সকল সদস্যরা। এই বিষয়ে সবার সাথে সবার পাশে ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি আকতার আলি বলেন যে আমরা সব সময় সাধারণ মানুষের সাথে আছি এবং থাকবো এই খেলার মাধ্যমে সেই বার্তাটি পৌঁছে দিতে চাই মানুষের কাছে।