জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরার ভুট্টাবাড়ী এলাকায় অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ। এরপর সেখানে তিনজনকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম উমেশ ছেত্রী(৪৩) এমডি রাজু সেখ(৩২),মোস্তাফা হোসেন(২৬)। রাজু ও মোস্তাফা মালদার কালিয়াচক এবং উমেশ জলপাইগুড়ির মাল বাজারের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে ২৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।