Breaking
24 Dec 2024, Tue

কোর্ট চত্বরে ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি

জেএনএফ ওয়েব ডেস্ক:কোর্ট চত্বরে ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি। ক্ষোভ প্রকাশ করেছেন আসামী পক্ষের আইনজীবীরা। এই ঘটনায় কোর্ট চত্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাগেছে গত 22 তারিখে চা পাতা চুরির ঘটনায় সজনী মুর্মু নামে এক মহিলাকে গ্রেফতার করে গোয়ালপোখর থানার পুলিশ। সেই মামলার আজকে রায় ছিল। এবং ইসলামপুর মহকুমা  আদালত সজনী মুর্মু কে জামিন মুক্ত করেন ইসলামপুর মহকুমা আদালত। সজনী মুর্মুর স্বামী বাবুরাম সরেন কে ওয়ারেন্টের নাম করে গ্রেফতার করার চেষ্টা করে গোয়ালপোখর থানার পুলিশ। এবং গ্রেফতার করার সময় পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। এই ঘটনায় ইসলামপুর কোর্ট চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোট চত্বর থেকে ওয়ারেন্টের আসামী কে কিভাবে এরেস্ট করে নিয়ে গেল সে প্রশ্ন তুলছেন আসামিপক্ষের আইনজীবীরা। এবং তারা ইসলামপুর মহকুমা আদালতে এ বিষয়ে একটি অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে গোয়ালপোখর থানার এসআই রেজাউল করিমকে এই বিষয়ে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি  এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করেন তাকে হেনস্থা করার হয়েছে। এবং তাকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয়েছে এমনই অভিযোগ করেন তিনি।

Developed by