Breaking
1 Nov 2024, Fri

বিনা প্রশিক্ষণেই সাপ ধরার চেষ্টা, দুঃসাহসের মাসুল গুনছেন রায়গঞ্জের আরও এক যুবক

জেএনএফ ওয়েব ডেস্ক :-বিনা প্রশিক্ষণেই সাপ ধরার চেষ্টা, দুঃসাহসের মাসুল গুনছেন রায়গঞ্জের আরও এক যুবক।পেশায় টোটো চালক যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার রাতে কোনোরকম প্রথাগত দক্ষতা ছাড়াই বিষধর সাপ বোতলবন্দী করতে গেলে সাপটি যুবকের হাতে ছোবল বসায় একাধিকবার। ভালো মাত্রায় বিষ শরীরে প্রবেশ করায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৪ ফুট লম্বা একটি বিষাক্ত গোখরো সাপ হাত দিয়ে ধরার চেষ্টা করেন তিনি। সাপ ধরার এমন দুঃসাহসিক দৃশ্য দেখে তা মোবাইলে রেকর্ড করে রাখছিলেন সেখানে উপস্থিত অন্যান্যরা। কিন্তু সাপটির মাথা ধরে তাকে বোতলবন্দী করতে গেলেই বাধে বিপত্তি, সাপটি ছোবল বসায় তাঁর হাতে। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে রেকর্ড হয় সাপের দংশনের দৃশ্যও। সেখানে স্পষ্টতই যুবকের হাতে পর পর তিন বার ছোবল বসাতে দেখা যাচ্ছে সাপটিকে।

Developed by