Breaking
24 Dec 2024, Tue

খুলে দেওয়া হল রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর অফিসের বাইরে উপরে লাগানো বিজেপির প্রতীক লাগানো বোর্ড

জেএনএফ ওয়েব ডেস্ক :-অবশেষে খুলে দেওয়া হল রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানীর অফিসের বাইরে উপরে লাগানো বিজেপির প্রতীক লাগানো বোর্ড৷ এই ঘটনায় জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ জানা গিয়েছে বর্তমানে কলকাতায় রয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ অথচ তার অনুপস্থিতিতে তার অফিস থেকে খুলে দেওয়া হল বিজেপির প্রতীক লাগানো বোর্ড৷ উল্লেখ্য বেশকিছুদিন ধরে বেসুরো গাইছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ ইতিমধ্যেই দলের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ ফলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তার এই বিষদগার নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন তার এই বিরোধীরা তৃণমূলে যাওয়ার কৌশল মাত্র। কারণ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির জেরে বিজেপির কয়েকজন বিধায়ক নাম লিখিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ তারপর থেকেই বেসুরো গাইছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ যদিও এব্যাপারে তিনি বলেন, বোর্ট টি একদিকে হেলে পড়েছিল। দুর্ঘটনা ঘটার আগেই তাই খুলে দেওয়া হয়েছে। যদিও তার এই বক্তব্যে কোনো সারবত্তা খুঁজে পাচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

Developed by