Breaking
24 Dec 2024, Tue

কোচবিহার ‘মাতৃমা’র সামনে অস্থায়ী পাবলিক সেড নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করলেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি

জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হল কোচবিহার ‘মাতৃমা’র সামনে অস্থায়ী পাবলিক সেড নির্মাণের কাজ। আজ কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ বাকি নেতৃত্বরা এই অস্থায়ী শেড নির্মাণের জায়গা পরিদর্শন করলেন।
এর পর কোচবিহার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, কোচবিহার শহরের মেডিকেল কলেজ ও হাসপাতালের দক্ষিণ পাড়ে নির্মিত গর্ভবতী মা ও সদ্যজাত শিশুর চিকিৎসা কেন্দ্র ‘মাতৃমা’র। এই মাতৃমার সামনে প্রতিনিয়ত রোগীর আত্মীয়-পরিজনেরা রাস্তায় শুয়ে থাকে। প্রতিদিন রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে রাস্তার ওপরে বসে ও শুয়ে থাকেন শিশুর আত্মিয়রা। যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত বেদনাদায়ক। মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে রোগীর পরিবারের জন্য রাখা সেড ঘরেও কেউ যায় না। আবার নিরাপত্তার কারণে “মাতৃমা”র গেট খুলে তার ভেতরেও রোগীর পরিবারের জায়গা করে দেওয়া যায় না।
তিনি আরও বলেন, প্রায় ২০০ রোগীর পরিবারের থাকবারর মতো ব্যবস্থা এই সেডে থাকবে। কোচবিহার পৌরসভার সহযোগিতায় এলাকায় ড্রেন ও রাস্তা পরিষ্কারের কাজ যাতে দ্রুত শেষ করা যায় তারও আশ্বাস দেন তিনি।

Developed by