Breaking
1 Nov 2024, Fri

শিশু চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ইউনিট পিআইসিইউ চালু কোচবিহার মেডিক্যাল কলেজে

জেএনএফ ওয়েব ডেস্ক:- শিশু চিকিৎসার ক্ষেত্রে আরও উন্নীত করণ করা হল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। আজ আনুষ্ঠানিক ভাবে চালু করা হয় পেড্রিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ)। শিশু চিকিৎসায় ওই বিশেষ কেয়ার ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগে সদ্যজাত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট এনআইসিইউটি আগে থেকে রয়েছে। এবার আড়াই থেকে ১২ বছরের শিশুদের চিকিৎসার ওই নতুন ইউনিট চালু হওয়ায় অনেক বেশী চিকিৎসা পরিষেবা মিলবে বলে জানা গিয়েছে।
জেলা শাসক পবন কাদিয়ান পিআইসিইউ এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর গোটা পরিকাঠামো ঘুরে দেখেন। সেখানে শয্যার সাথে অক্সিজেন লাইন ছাড়াও আধুনিক অনেক চিকিৎসা সামগ্রী লাগানো রয়েছে। জেলা শাসক সাংবাদিকদের বলেন, “আপনারা আগেই জানেন নতুন এই ইউনিটের জন্য বেশ কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম এসেছে। এই ইউনিটের জন্য হাসপাতালে ‘লেবেল টু থেকে ত্রি’ তে উন্নীত হল। এতে অনেক ঝুঁকিপূর্ণ রোগীর চিকিৎসা মিলবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরেপরেই কোচবিহার জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজ করা হয়। এরপর থেকেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জোর দিতে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই প্রসূতিদের চিকিৎসার জন্য ‘মাতৃমা’নামে একটি নতুন বিভাগ করা হয়েছে। সিটি স্ক্যান সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার বেশ কিছু অত্যাধুনিক সরঞ্জাম বসানো হয়েছে। এবার পিআইসি ইউনিট চালু হওয়ায় চিকিৎসা পরিবার মান আরও উন্নত হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

Developed by