জেএনএফ ওয়েব ডেস্ক:-বৃহস্পতিবার ছয় দফা দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিডিওকে স্মারকলিপি দিল ফাঁসিদেওয়া ব্লক কনট্যাক্টটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। এদিন ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদারের হাতে স্মারকলিপিটি তুলে দেন। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক কনট্যাক্টটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজির আহমেদ বলেন এদিন আমরা ছয় দফা দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি দিলাম। আমাদের দাবি গুলো হল মানোরেটি ইস্কিমে ২০১৯ এ কাজ করে ছিল তার তিন কোটি উনিশ লক্ষ টাকা বকেয়া পায়নি ৫৫ জন ঠিকাদার,এসসি ফান্ড ২০১৭ সালের আঠারো লক্ষ টাকা বকেয়া আছে,আইসিডিএস স্কুল তৈরি করা হয়েছিল তার অর্ধেক বকেয়া রয়েছে। এর পাশাপাশি
ওন ফান্ডের টাকা বকেয়া রয়েছে। আমরা চাই পুজোর আগেই আমাদের দাবি অবিলম্বে মানা হোক। এবং বিডিও স্যার আশ্বাস দিয়েছেন। অপরদিকে এই বিষয়ে বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন যে এদিন ফাঁসিদেওয়া ব্লক কনট্যাক্টটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছে। আমি বিষয়টি নিয়ে উদ্ধতর্ন কর্তৃপক্ষকে জানাবো।