Breaking
24 Dec 2024, Tue

চুরির সামগ্রী কেনার অভিযোগে এক স্বর্ন ব্যাবসায়ীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক:-চুরির সামগ্রী কেনার অভিযোগে এক স্বর্ন ব্যাবসায়ীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার। ধৃতের নাম জয়দেব রায়। জানা গিয়েছে যে গত ১৮সেপ্টেম্বর রাতে শিলিগুড়ির মিলন মোরের বাসিন্দা তেজসি ডোমা তামাং এর বাড়িতে চুরির ঘটনা ঘটে। এর পরেই প্রধান নগর থানায় অভিযোগ দায়ের করেন তেজসি। এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাড়ির পরিচারিকা হেমা ওরাওকে গ্রেফতার করে পুলিশ। এরপর হেমাকে জিঞ্জাসাবাদ করে পুলিশ মাল বাজার থেকে চুরির সামগ্রী উদ্ধার করে। এর পাশাপাশি পুলিশ আরও জানতে পারে যে হেমা চুরির সামগ্রী গুলি মালবাজারের স্বর্ন ব্যাবসায়ী জয়দেব রায়ের কাছে ১৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে। চুরির সামগ্রী কেনার অভিযোগে জয়দেব রায় কে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Developed by