Breaking
25 Dec 2024, Wed

চাকরির ক্ষেত্রে মেধার মূল্য দেয়না রাজ্য সরকার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

জেএনএফ ওয়েব ডেস্ক :-চাকরির ক্ষেত্রে মেধার মূল্য দেয়না বর্তমান রাজ্য সরকার। এরা চায়, মেধাবী তালিকাভুক্ত চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা চাকরির ক্ষেত্রে প্রথম সারিতে বদরে শেষের সাড়িতে থাকুক,আর সাধারণ চাকরি প্রার্থীরা উঠে আসুক প্রথম সারিতে, সেই কারণেই চাকরির তালিকায় ১৬৫ নম্বর প্রাপ্ত একজন চাকরি প্রার্থী সুযোগ পায় প্রথমে আর তালিকায় এক নম্বর চাকরিপ্রার্থী কর্মক্ষেত্রে সুযোগ পায় শেষে। রাজ্য সরকারের এই মনোভাব ভবিষ্যতে যুবক যুবতীদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর হতে পারে। বুধবার সন্ধ্যায় বাম মনোনীত ভারতের ছাত্র ফেডারেশনে (এসএফআইয়ের) ৩৭ তম রাজ্য সম্মেলন উপলক্ষে নদীয়ার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধা বাজার সংলগ্ন মহিরাবন তলা এলাকায় এক প্রকাশ্য জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই তৃণমূল শাসিত বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও সম্প্রতি কলকাতার একটি বন্দর থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের ঘটনার প্রসঙ্গে বর্তমানে হাজার হাজার কোটি টাকার মাদক সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। কোটি কোটি টাকা ব্যয়ে চারিদিকে বার তৈরি হচ্ছে, আর সাধারণ মানুষ অর্থের অভাবে অভুক্ত অবস্থায় জীবনযাপন করছেন বলেও এইদিন দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি মনোনীত কেন্দ্রীয় সরকারও রাজ্যের তৃণমূল সরকারকে সরাসরি আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গে কড়া ভাষায় সমালোচনা করতে দেখা যায় প্রবীণ এই বামফ্রন্ট নেতাকে। বিমান বসু ছাড়াও এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের প্রথম সারির নেতৃত্ব সুজন চক্রবর্তীর সহ রাজ্য ও জেলার একাধিক দলীয় ও যুব নেতৃত্ব। এসএফআইয়ের ৩৭ তম রাজ্য সম্মেলন উপলক্ষে এই দিন প্রথমে নবদ্বীপ পৌরসভা সংলগ্ন এলাকায় এসএফআইয়ের দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিমান বাবু। পরে রাধাবাজার সংলগ্ন মহিরাবন তলা এলাকায় প্রকাশ্য জনসভায় যোগ দেন করেন তিনি। এরপর নবদ্বীপ পৌরসভার বিবেকানন্দ সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত ভারতীয় ছাত্র ফেডারেশনের একটি কর্মী সভায় যোগদান করতে উপস্থিত হন বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রবীণ এই বামপন্থী নেতা বিমান বসু।

Developed by