Breaking
25 Dec 2024, Wed

একটি খেলার মাঠ কে কেন্দ্র করে তিন পাড়ার মধ্যে উত্তেজনা

জেএনএফ ওয়েব ডেস্ক :-একটি খেলার মাঠ কে কেন্দ্র করে তিন পাড়ার মধ্যে উত্তেজনা। দুই পড়ার অভিযোগ মন্দির নির্মাণ করে দখলবাজি করার চেষ্টা চলছে, দুই পড়ার অভিযোগ উড়িয়ে দিয়ে ভিত্তিহীন অভিযোগ বলে ক্ষোভ উগরে দিলেন অন্য একটি পাড়ার সাধারণ মানুষ। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার দত্তপাড়া এলাকায়, বৃহস্পতিবার শান্তিপুর দত্তপাড়া মাঠে একটি মন্দির নির্মাণ করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় তিন পাড়ার মধ্যে। শান্তিপুর বেড় দাসপাড়া, দত্তপাড়া কলোনির সাধারণ মানুষের অভিযোগ দত্তপাড়া পাঁচ মাথা মোর এলাকার বেশকিছু লোক দত্তপাড়া মাঠ দখল করার চেষ্টা করছে প্রায় 500 স্কয়ারফীটের একটি দুর্গা প্রতিমার বেদি তৈরি করে। আর এই বেদী তৈরি করাতেই উত্তেজনা সৃষ্টি হয় তিন পড়ার মধ্যে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনির সাধারণ মানুষ মাঠের উপরে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভের মধ্য দিয়ে দুই পাড়ার মানুষের অভিযোগ, এই মাঠটিতে বহু বছর ধরে বিভিন্ন রকম খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির সহ প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। হঠাৎই দুর্গাপ্রতিমার বেদি বড় করে তৈরি করে দখল করার চেষ্টা করছে দত্তপাড়া পাঁচমাথা মোড়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দ্বারস্থ হয় বেড় দাসপাড়া ও দত্তপাড়া কলোনি, তাদের দাবি দীর্ঘদিনের এই খেলার মাঠ আমরা দখল করতে দেব না। যদিও ওই দুই পড়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে দত্তপাড়া পাঁচমাথা এলাকার সাধারণ মানুষ, তারা জানায় প্রায় সাত বছর ধরে এলাকার মহিলারা এখানে একটি দূর্গা পূজা করে। অঞ্জলি দেওয়ার জায়গা ছোট হওয়ার কারণে বেদিটি একটু বড় করা হয়েছে। এখানে দখলবাজির কোন প্রশ্নই ওঠে না, পুজো টা বন্ধ করে দেওয়ার জন্যই বিক্ষোভ দেখিয়ে এই ধরনের ঘৃণ্যতম কাজ করছে তারা। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর তিনটি পাড়ার মানুষের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এছাড়াও পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সমস্যা যেন সমাধান হয় সেই নিয়েও কথাবার্তা বলে শান্তিপুর থানার পুলিশ।

Developed by