Breaking
25 Dec 2024, Wed

কোচবিহারের দেওয়ানহাটে বোমা বিস্ফোরণে আহত দুই, চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক : আচমকাই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল দেওয়ানহাটের ওয়েলকাম এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা কোচবিহার কোতোয়ালি থানার দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ওয়েলকামে ওই বোমা বিস্ফোরনের ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২ জন। আহতদের কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোমার আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বোমার ঘায়ে আক্রান্ত যুবক বাপ্পা হকের দাবি, “আমরা খেলতে যাচ্ছিলাম। সেই সময় আমাদের সাত-আটটা বাইক ঘিরে ধরে। তারপর বোমা মেরে পালিয়ে যায়। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরে হাসপাতালে এসে। আমার বন্ধু তৃণমূলের কর্মী। কে বোমা মেরেছে কেনই বা মেরেছে কিছুই জানি না।” কোচবিহার জেলা পুলিশ অবশ্য দেওয়ানহাট লাগোয়া জিরানপুর এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হওয়ার ঘটনা জানিয়েছেন। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
বোমাবাজির ঘটনায় আহত অপর যুবকটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁকে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে ওই যুবকের অস্ত্রোপচারও করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আচমকা বিস্ফোরণের শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন সকলে। দেখা যায়, মাটিতে পড়ে রয়েছেন দুই যুবক। দুজনেই অচৈতন্য অবস্থায় রয়েছে। একজনের মুখ বোমার আঘাতে পুড়ে কালো হয়ে গিয়েছে। বুকে গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। অন্য জনের দুই হাতে ও পায়ে আঘাত লেগেছে। ঠিক কি কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটল পুলিশ তা তদন্ত করে দেখছে।

Developed by