জেএনএফ ওয়েব ডেস্ক : অসম বাংলার সীমান্তে পাচারের সময় ৮টি গোরু ধরল অসম পুলিশ। বক্সিরহাট সংলগ্ন অসমের ভোলারঘাস এলাকার ঘটনা। অসম ছোটগুমা পুলিশ ফাঁড়ির আইসি নির্মল চন্দ জানান, মঙ্গলবার রাতে গোপনত্র সূত্রে খবর পেয়ে এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল ছোটোগুমা ফাঁড়ির পুলিশ। কিন্তু পুলিশকে দেখে পাচারকারীরা গরু গুলোকে ফেলে পালিয়ে চলে যায় । পুলিশ গরু গুলোকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং পরে তাদের স্থানীয় একটি খোঁয়াড়ে রাখা হয়। বক্সিরহাট থানার আইসি জানায়, গোরুগুলোকে বাংলার দিক থেকে চোরাপথে পাচারকারীরা অসমে এনেছিল। এ ব্যাপারে বুধবার একটি এজাহার দাখিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।উল্লেখ্য যে ড্রাগস ও চোরাকারবারি প্রতিরোধে বিশেষজ্ঞ পুলিশ আধিকারিক নির্মল চন্দকে গত ২ দিন আগে ছোটগুমা ফাঁড়ির দায়িত্ব দেওয়া হয়। তারপরই এই সাফল্য বলে অসম পুলিশ সূত্রে জানা যায়। তবে বেঙ্গল পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে বারবার গরু পাচারের ঘটনায় রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ।