জেএনএফ ওয়েব ডেস্ক :-গত চারদিনে জলপাইগুড়ি শহরে মোট ১৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার এমনই তথ্য জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। সন্দীপবাবু চিন্তা প্রকাশ করে বলেন, অনেকের মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়ছে সর্বত্র। অনেকেই মাস্ক পড়ছেন না। বিষয়টাকে হালকা ভাবে নিয়ে চলাফেরা করছেন শহরের একাংশ বাসিন্দা। এটা একদমই কাম্য নয় বলে জানান তিনি। আগামী দিনে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। তাই সে কথা মাথায় রেখে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ফের অনুরোধ জানিয়েছেন সন্দীপ বাবু।