Breaking
25 Dec 2024, Wed

সেনপাড়া বারোয়ারী সার্বজনীন দুর্গা পুজা কমিটির এবারের পুজো ১২ বছরে পর্দাপন

জলপাইগুড়ি সেনপাড়া বারোয়ারী সার্বজনীন দুর্গা পুজা কমিটির এবারের পুজো ১২ বছরে পর্দাপন করলো। ২০১০ সাল থেকে পথ চলা শুরু তার পর থেকে ধারাবাহিক ভাবে জলপাইগুড়ির সেনপাড়ায় জাকজমক ভাবে এই পুজো হয়ে এসছে। এবারও তার ব্যাতিক্রম নেই। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে পুজো মন্ডপ তৈরী করা হবে। আগত দর্শনার্থীরা যাতে সামাজিক দুরত্ব রেখে প্রতিমা দর্শন করতে পারেন। সেদিকে খেয়াল রেখে পুজা মন্ডপ তৈরী করা হবে। পুজো কমিটির সদস্য দ্বীপ সেন বলেন, করোনা পরিস্থিতির কথা রেখে পুজোর কয়েকদিন পুজো প্রাঙ্গণে দর্শনার্থীরা যাতে সুষ্ঠভাবে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য  সুব্যাবস্থা করা হবে। এদিনের এই খুটি পুজোয় উপস্থিত ছিলেন সেনপাড়া বারোয়ারী সার্বজনীন দুর্গা পুজা কমিটর সদস্য বৃন্দরা

Developed by