Breaking
25 Dec 2024, Wed

সাফাই কর্মীদের ঘরবাড়ি থেকে উৎখাত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক :-সাফাই কর্মীদের ঘরবাড়ি থেকে উৎখাত করার চেষ্টা চালানোর অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে । রাজু বাসফোর নামে সাফাই কর্মী বলে প্রায় 100 বছর থেকে তাদের পূর্ব জোড়া এই জায়গা বসবাস করে আসতেছে তার মতন এলাকারই এক জমিদার তাদেরকে কিছু জমিন দান দিয়েছিল আর কিছু জমি তারা কিনেছিল তবে থেকে তারা সে এলাকায় ঘরবাড়ি করে আসেন এবং এলাকায় পরিষ্কার ও সাফাই করে তাদের পরিবার চালিয়ে আসতেছে। রাজু আরও বলে গত কয়েকদিন ধরে কিছু জমি মাফিয়া রা তাদের উপরে অত্যাচার করছে ও বাড়ি থেকে বের করার হুমকি দেওয়ার পাশাপাশি জমি খালি করার জন্য বলছে না হলে 50 লাখ টাকা দাবি করেছে। রাজু আর অভিযোগ করে কি বুধবার সকালে ওই জমি মাফিয়া রা এসে তাদের পরিবারের মহিলাদের উপরে অত্যাচার চালিয়েছে এবং মারধর করেছে বাড়ি ঘর ভাঙার চেষ্টা করেছে। এই ঘটনাকে নিয়ে তারা পুলিশের কাছে ও দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনাকে নিয়ে। গোটা ঘটনার উপরে এলাকার তৃণমূল নেতা ফিরোজ খান বলে সাফাই কর্মী জাগত কয়েক দশক ধরে এলাকায় আছে তারা গোটা পান্জিপারা সরকারি-বেসরকারি দত্ত প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজ করে তাদের জন্যই পান্জিপারা পরিষ্কার থাকে তারা বিভিন্ন দোকানে পরিষ্কার কাজ করে তারপরেও তাদের উপরে এই ধরনের অত্যাচার করা চলবে না । গোটা ঘটনা প্রশাসন দেখবে এবং তাদেরকে ওই জমি থেকে খালি করা চলবে না আমরা তাদের পাশে আছি। গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে।

Developed by