Breaking
25 Dec 2024, Wed

চিটফান্ড কেলেঙ্কারিতে আমানতদের টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন

জেএনএফ ওয়েব ডেস্ক :- আজ কৃষ্ণনগর জেলাশাসক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নিকট রাজ্যের চিট ফান্ড কেলেঙ্কারিতে আমানতদের টাকা ফেরতের দাবিতে ডেপুটেশন জমা দিলেন অলবেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চাপরা থানা কমিটি। আজ রাজ্যের প্রতিটি জেলায় এই ডেপুটেশন জমা দিলেন অল বেঙ্গল সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। মহামান্য আদালতের রায়ের নির্দেশে রাজ্য সরকারের উদ্যোগে সমস্ত চিটফান্ড কোম্পানির আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং পাশাপাশি চিটফান্ড কোম্পানির এজেন্ট দের কে প্রশাসনিক সুরক্ষা দিতে হবে।রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারি পর থেকেই শ্যামল সেন কমিশনের মাধ্যমে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।500 কোটি টাকার ভিতরে 263 কোটি টাকা দেয়া হয়েছিল বাকি যে টাকাটা রয়েছে সেটা রাজ্য সরকারের কোষাগারে পড়ে রয়েছে। এছাড়াও চিটফান্ড কোম্পানির কোটি কোটি টাকার সম্পত্তি সরকার অধিগ্রহণ করে। সেই সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও বিড়ি-সিগারেটের উপর 10 পার্সেন্ট কর এখনো পর্যন্ত নেওয়া হচ্ছে। সেই করের টাকা জমতে জমতে একটা পাহাড় পরিমাণ টাকা হয়েছে। সেই সব টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হোক।এছাড়াও যাতে কোম্পানির এজেন্ট সুরক্ষিত থাকে সেই দিকে ও প্রশাসনের তরফ থেকে নজর দেওয়া হোক। আজ মূলত 6 দফা দাবি নিয়ে তারা ডেপুটেশন দেন জেল জেলার ডিএম এবং এসপির কাছে।আজ দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান।

Developed by