Breaking
25 Dec 2024, Wed

সাইকেল নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন কাকা

নদিয়া : সাইকেল নিয়ে বিবাদের জেরে খুন হতে হলো কাকাকে । নদিয়ার নবদ্বীপের তাবু কলোনি এলাকার ঘটনা । পরিবার সুত্রে জানা গেছে মৃত্য কাকা নাম গৌর গোপাল দেবনাথ লটারির টিকিট বিক্রি করতেন আজও টিকিট বিক্রি করে যখন বারিতে খেতে যায় সেই সময় তার ভাইয়ের সাথে সাইকেল রাখা নিয়ে অশান্তি হয় তারপরই গৌর চাকু মারে তার ভাইকে পরে তার ভাইপো বিপ্লব দেবনাথ রড দিয়ে মাথায় আঘাত করে কাকা গৌরকে সেখানেই মাটিতে লুটিয়ে পরে গৌর ।পরে প্রতিবেশিরা তাকে মাটিতে পরে থাকতে থেকে পুলিশকে জানায় । নবদ্বীপ থানার পুলিশ সেখানে এসে মৃত্যদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ।

Developed by