Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় এক বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :-শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় এক বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ তরিবুদ্দিন (৩৭)। প্রসঙ্গত চলতি মাসের এক তারিখে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এবং পুলিশ তদন্তের স্বার্থে আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেয়। এর পরেই বেরিয়ে আসে আসল তথ্য। এবং অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

Developed by