Breaking
25 Dec 2024, Wed

দশ মাসের বকেয়ার মেটানোর দাবিতে কোচবিহারে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভ নিশ্চয়যান অপারেটরদের

জেএনএফ ওয়েব ডেস্ক:- ১০ মাসেরও বেশি সময় ধরে বেতন না মেলায় কোচবিহার জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখাল অল বেঙ্গল নিশ্চয় যান এ্যাম্বুলেন্স অপরেটর ইউনিয়ন। এদিন তারা তাদের এ্যাম্বুলেন্স রেখে মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ তারা, ১০ মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। তারা বার বার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও তাদের কোন রকম সুদুত্তর পান নি।
অল বেঙ্গল নিশ্চয় যান এ্যাম্বুলেন্স অপরেটর ইউনিয়ন কোচবিহার শাখার সহ সভাপতি আবেদ আলি মিয়াঁ জানান, তারা বিগত ১০ মাসেরও বেশি সময় থেকে কোনও রকম কোনও বেতন পাচ্ছেন না। যেখানে তারা প্রতি কিলোমিটার প্রতি ৭ টাকা পান সেখানে বেসরকারি এ্যাম্বুলেন্স চালকেরা ২১ টাকা প্রতি কিলোমিটার পান। তারা এও অভিযোগ করে বলেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তাদের ৭ দিন অপেক্ষা করতে বলেন, তারপর আরও ১০ দিন। কিন্তু তারপরেও কোন কাজ হয় নি। তাই বাধ্য হয়ে এদিনের এই আন্দোলন কর্মসূচি। তিনি আরও বলেন, “কিছু দিন আগে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে ১ কোটি ২১ লক্ষ টাকা এসেছে কিন্তু সেই টাকাও তারা এখনও পাননি। তাই আর না পেরে আজ তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।”
এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এই নিশ্চয় যান বন্ধ হওয়ায় সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই। কিন্তু বিএমওএইচ-এরা, নার্সরা যান চালকদের সাথে কথা বলছেন, তারা যত তারা তারই সম্ভব তাদের সমস্যা সমাধান করে ফের নিশ্চয় যান পরিষেবা চালু করতে পারবেন।

Developed by