Breaking
24 Dec 2024, Tue

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ভারতীয় নথি সহ ধৃত নেপালের বাসিন্দা

জেএনএফ ওয়েব ডেস্ক ভারতীয় নথী সহ নেপাল নিবাসী এক মহিলাকে আটক করল এসএসবি। ধৃতের নাম রনকুমারি লিম্বু ( ৩৫ )। সে নেপালের মােরং জেলার রাতামারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে রবিবার দুপুরে ওই নেপালি মহিলা ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। সেই সময় । সীমান্তে প্রহরারত এসএসবি’র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহ হওয়ায় ওই মহিলাকে আটক করেন। এবং তল্লাশি চালিয়ে ওই মহিলার কাছ থেকে নেপালের নাগরিকত্বের পরিচয়পত্র সহ ভারতীয় নথী উদ্ধার হয়। এরপর ওই মহিলাকে রবিবার বিকেলে রানিগঞ্জ ইমিগ্রেশন চেকপােস্টের হাতে তুলে দিয়েছে এসএসবি। রানিগঞ্জ ইমিগ্রেশন ওই মহিলাকে শনিবার সন্ধ্যায় খড়িবাড়ি পুলিশের হাতে দেয়। খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই মহিলার ভারতীয় পাসপাের্টে দার্জিলিংয়ের রিম্বিক এলাকার গৌরীগাঁও গ্রামের ঠিকানা রয়েছে। এর পাশাপাশি হংকংয়ের পরিচয়পত্রও মিলেছে। তবে কিভাবে ওই মহিলার কাছে ভারতীয় নথিপত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। সােমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তােলা হয়। তদন্তের স্বার্থে আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Developed by