Breaking
24 Dec 2024, Tue

২০০৫–এর আন্দোলনে শহীদ ২ কর্মীর স্মরনে সভা গ্রেটারের

জেএনএফ ওয়েব ডেস্ক :- ভারত-ভুক্তি চুক্তির মোতাবেক পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকের। মৃত ওই দুই কর্মীর নাম বিষাদু বর্মণ ও চিত্ত রায়। তাদের বাড়ি কোচবিহার ২ নং ব্লকে। ওই মৃত কর্মীদের স্মরন করতে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিন ওই শহীদ স্মরনসভা অনুষ্ঠিত হয় গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় প্রান্তিক বাজার চত্বরে। এদিন সেখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করেন শ্রদ্ধা জানান হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মণ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, গিরিজা শঙ্কর রায়, বাদল হিসাবিয়া, চক্রধর বর্মণ সহ আরও অন্যান্য নেতৃত্বরা।
এদিন এবিষয়ে বংশীবদন বর্মণ বলেন, ২০০৫ সালে ২০ সেপ্টেম্বর তৎকালীন বামফ্রন্ট সরকারের নেতৃত্বাধীন পুলিশের গুলিতে আমরা বিষাদু বর্মণ ও চিত্ত রায় নামে দুই কর্মীকে হারিয়েছি। সেই সময় আমরা কোচবিহার ‘গ’ শ্রেনির রাজ্য কিভাবে হল তা জানতে এবং বিদ্যুৎ বিলি নিয়ে আন্দোলন করতে যায়। সেই আন্দোলন করতে গিয়ে বিষাদু বর্মণ ও চিত্ত রায় শহীদ হয়ে যায়। এই দুজন শহীদকে আজকে আমাদের আন্দোলনের রাস্তা দেখিয়ে গেছেন তাদের দুজনকে স্মরন করতেই আজকের আমাদের এই স্মরনসভা বলে জানান তিনি।

Developed by