Breaking
23 Dec 2024, Mon

কিসমিস ছবির শুটিং সেড়ে দার্জিলিং থেকে কলকাতা ফিরলেন অভিনেতা দেব

সোমবার কিসমিস ছবির শুটিং সেড়ে দার্জিলিং থেকে কলকাতা ফিরলেন অভিনেতা দেব। এদিন দুপুর ১টা ২০ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যা শিডিউল নিয়ে এসেছিলাম তা করতে পেরছি। দার্জিলিংএর প্রতি আমার ভালবাসা আছে অনেকবার শুটিং করতে এসেছি। আগামী নভেম্বরে আবার আসবো শুটিং করতে। এরপর পাশাপাশি তিনি আরও যে এখন করোনা যা তান্ডব চলছে আমাদের দেশে আমাদের রাজ্যের সুতরাং দেশের নজর কিভাবে করোনা কমানো যায়,কিভাবে ভ্যাকসিন দেওয়া যায়,মানুষকে সুস্থ রাখা যায়। এখন ফিল্মসিটি নিয়ে আমার মনে হয় ওয়েট করতে পারে। এবং মানুষকে বাঁচানো দরকার মানুষকে সুস্থ রাখা দরকার। আর পুজোতে দুটো ছবি রিলিজ হচ্ছে গোলন্দাজ,হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। দর্শকদের বলবো ভ্যাকসিন নিয়ে থাকলে অবশ্যই ছবি দেখতে আসবেন। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এইটা আমার থেকে বেশি ভাল বাবুল সুপ্রিয় বলতে পারবে। বরাবরই বাবুল দার সঙ্গে ভাল সম্পর্ক আমার। আমাদের দলে এসে আমি এইটা নিয়ে কোন কিছু বলতে চাই না। এইটা উনার ব্যক্তিগত ব্যাপার আর দলের ব্যাপার। এরপর বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

Developed by