জেএনএফ ওয়েব ডেস্ক :-ছেলের সমাধি বানাতে গিয়ে তৃণমূলের বাঁধা এমনই অভিযোগ করলেন দাড়িভিটের নিহত তাপস ও রাজেশের পরিবার, সুর চোরালেন বিজেপি নেতৃত্বরাও। উল্লেখ্য গত ২০১৮ সালের ২০ সেপ্টেম্বরে দাড়ি বিট হাই স্কুলে শিক্ষক নিয়োগ কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল দাড়িভিট। এই ঘটনায় গুলিতে জখম হয়ে নিহত হয়েছিল দুই ছাত্র। এই ঘটনায় দাড়িভিট সহ গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। রাজ্যজুড়ে আন্দোলনে নেমে পড়েছিল ছাত্র সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বিজেপির তরফ থেকে ২০ সেপ্টেম্বর দিনটিকে ভাষা দিবস হিসাবে পালন করার ঘোষণা করে। গত তিন বছর ধরে এই দিনটিতে ভাষা দিবস হিসেবে পালন করে বিজেপি নেতৃত্বরা। আজও দাড়িভিটে একাধিক বিজেপি নেতৃত্বরা হয়েছে রাজেশ তাপসের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন নিহতদের পরিবারের তরফ থেকে। সঙ্গে সুর চোরালেন বিজেপি জেলা সভাপতি সহ একাধিক বিজেপির নেতৃত্বরা। নিহত ছাত্র তাপস বর্মনের মা মঞ্জু বর্মন এর অভিযোগ ছেলের সমাধি বানানোর কাজ শুরু করা হয়েছিল তবে তৃণমূলের তরফ থেকে সে কাজ আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, এমনটাই অভিযোগ তুলেন তিনি এবং তিনি এখনও সিবিআই তদন্তের উপর অনড় রয়েছেন তবে কবে বিচার পাবেন সে আশাই বসে রয়েছেন। একেই কথা বলেন নিহত ছাত্র রাজের সরকারের বাবা নীলকমল সরকার। তিনিও একই অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। পন্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মহম্মদ রাসিদ আলম জানিয়েছেন, কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমাধির বানানোর কাজে বাধা দেয়নি। বিজেপি এটাতে রাজনীতি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস সাধারন মানুষের কাজ করে থাকে, কোনো কাজে বাধা দেয়না। এই অভিযোগ সমস্ত ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।