Breaking
24 Dec 2024, Tue

বাঁশঝাড়ের ভেতর থেকে ২৩ দিন ধরে নিখোঁজ এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধার

জেএনএফ ওয়েব ডেস্ক :)বাঁশঝাড়ের ভেতর থেকে ২৩ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া এক ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার ফুলিয়া লাল মাঠ ডাঙ্গাপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা কার্তিক বিশ্বাস( ৫৭) গত ২৩ দিন আগে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় এর পরেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। সোমবার বেলা একটা ত্রিশ নাগাদ ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গিয়েছিল এলাকারই এক যুবক। বাঁশঝাড়ের নিচে লক্ষ্য করে কঙ্কাল অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে, জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। জানা যায় ওই ব্যক্তি যখন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তখন একটি লুঙ্গি আর গামছা সাথে ছিল সেই দেখেই কঙ্কাল অবস্থায় মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে কঙ্কাল অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। স্বভাবতই ২৩ দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির কঙ্কাল অবস্থায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এলাকায় পাশাপাশি পরিবারে নেমে আসে শোকের ছায়া। যদিও কোনরকম সন্দেহের চোখে দেখছে না পরিবারের লোকজন, পরিবারের দাবি মাঝেমধ্যেই বাস ঝারে বাঁশ কাটতে যেতেন কার্তিক বিশ্বাস। হয়তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে বাঁশঝারেই তার মৃত্যু হওয়াতে কেউ বুঝতে পারিনি।

Developed by