জেএনএফ ওয়েব ডেস্ক :-বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এক মাসও বাকি নেই। কিন্তু তার আগে সোমবার সারা রাজ্য জুড়ে চলল বিভিন্ন দাবিতে পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির ধর্মঘট। বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যা ৫০ থেকে বাড়ানো, স্বল্প সুদে ডেকোরেটরদের ঋণের ব্যবস্থা, সরকারি বিভিন্ন দপ্তরে ডেকোরেটরের কাজ সিভিল কনট্রাক্টরদের না দেওয়া, ডেকোরেটর শিল্পের ওপর 18% জিএসটির পরিবর্তে 5% জিএসটি ধার্য করা, ডেকোরেটর সহ মাইক, ক্যাটারিং, লাইট ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে এই ধর্মঘট বলে জানা গিয়েছে। এদিন জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসুর কাছে এই মর্মে একটি স্মারকলিপি দেওয়া হয় জলপাইগুড়ি জেলা ডেকোরেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।